মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:১১

এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় গণশুনানি রবিবার

এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় গণশুনানি রবিবার

শীর্ষবিন্দু নিউজ: বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় রবিবার (৩১ মার্চ) গণশুনানি অনুষ্ঠিত হবে। এফ আর টাওয়ারের পাশে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুমের সামনে গণশুনানি হবে বলে জানিয়েছে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এফ আর টাওয়ারের , ১০ তলায় যারা কর্মরত ছিলেন তাদের অভিজ্ঞতার কথা শোনা হবে। শনিবার (৩০ মার্চ) দুপুর ১২ টার দিকে সাংবাদিকদের তথ্য জানান দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান।

এর আগে সকাল ১০টার দিকে দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের গঠিত সদস্যের তদন্ত কমিটি এফ আর টাওয়ার পরিদর্শনে আসেন। তারা ভবনের ভেতরে ঘুরে দেখেন। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফয়জুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শনে এসেছি, তদন্ত চলছে। আগামী এপ্রিল, কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

ভবনের ভেতরে সিঁড়ি সম্পর্কে তিনি বলেন, ভেতরে একটি (এস্কেপ) সিঁড়ি রয়েছে যা ২৮ থেকে ৩০ ইঞ্চি প্রশস্ত ছিল। ভেতরে আমরা কিছু ফায়ার এক্সটিংগুইশার দেখেছি, তবে সেগুলো অব্যবহৃত ছিল। তদন্তের স্বার্থে আমরা ভবনের মালিক জমির মালিককে আজ (শনিবার) ডাকবো। তাদের সঙ্গে বিষয়ে আলোচনা করবো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024