সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৪:২৫

এক ভোটে পাস হলো ব্রেক্সিট পিছানোর প্রস্তাব

এক ভোটে পাস হলো ব্রেক্সিট পিছানোর প্রস্তাব

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অবশেষে ব্রেক্সিট পেছানোর প্রস্তাবে সমর্থন দিয়েছেন বৃটিশ এমপিরা। এমন প্রস্তাব মাত্র এক ভোটে পাস হয়েছে বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে।

এ বিষয়ে প্রস্তাবটি এনেছিলেন বিরোধী দলের এমপি ইভেট কুপার। চুক্তি ছাড়াই যাতে ব্রেক্সিট সম্পন্ন না হয় এ জন্য সময় বৃদ্ধি করার এ প্রস্তাবটি এনেছিলেন তিনি। প্রস্তাবের পক্ষে পড়েছে ৩১৩ ভোট। বিপক্ষে ৩১২ ভোট। এ

খন এই প্রস্তাটি আইনে পরিণত হতে হলে উচ্চকক্ষ হাউস অব লর্ডসের অনুমোদন প্রয়োজন হবে। সে জন্য এটি আইনে পরিণত করার আগে খসড়া হিসেবে তা বৃহস্পতিবার তোলার কথা রয়েছে হাউস অব লর্ডসে।

এখন প্রশ্ন হলো, বৃটেন ব্রেক্সিট পিছানোর সিদ্ধান্ত নিলেই কি পারবে! বিষয়টি অতো সহজ নয়। কারণ, সময় বর্ধিত করার জন্য যদি ইউরোপীয় ইউনিয়ন অনুমোদন দেয় তাহলেই তা সম্ভব। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

বুধবার এই প্রস্তাবটি পার্লামেন্টে তেলার আগে বৈঠক হয় প্রধানমন্ত্রী তেরেসা মে ও বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিনের মধ্যে।

ব্রেক্সিট নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনে তেরেসা মে সহায়তা চান জেরেমি করবিনের। তাদের মধ্যকার আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করা হয়েছে। তবে উভয় দলের এমপিরা এমন আলোচনার সমালোচনা করেছেন।

চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড আশা করেন ব্রাসেলস ব্রেক্সিট প্রক্রিয়াকে দীর্ঘ সময়ের জন্য বিলম্বিত করবে। এদিন তিনি বলেন, যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের ভোটে দেয়া হলে সেটা হবে একটি যথার্থ বিশ্বাসযোগ্য অবস্থান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024