শীর্ষবিন্দু নিউজ: কাজীটুলা প্রবাসী কমিনিটির নিবাহী সদস্য জনাব তুহিন খান এর মাতা গত ২৭ শে এপ্রিল ২০১৯ রোজ শনিবার রাত ৯.৩০ ঘটিকার সময় বাংলাদেশে নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন…
মরহুমার নামাযে জানাজা গত রবিবার বাদ জোহর কাজীটুলা জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। পরে মানিক পীরের টিলায় দাফন সম্পন্ন হয়।
তুহিন খান এর মাতৃবিয়োগে গভীর সমবেদনা জানিয়েছেন কাজীটুলা প্রবাসী কমিনিটির নেতৃ
এদিকে, কাজীটুলা প্রবাসী কমিনিটি এক শোকবার্তায় তুহিন খান এর মাতার রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।