নিউজ ডেস্ক: পুর্ব লন্ডনের হ্যানেজ ষ্ট্রীটের একটি ভ্যানুতে যুক্তরাজ্য ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের সহ সভাপতি ফেরদৌসী রওশন লিপির আহবানে সিলেটের ঐতিয্যবাহী প্রাচীনতম স্থাপনা আবুসিনা ছাত্রাবাস বিল্ডিংটি সংরক্ষন এবং জাতীয় প্রত্নতাত্বিক সম্পদ হিসাবে ঘোষনা করার দাবীতে এক সভা আহবান করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের সভাপতি আ,ক,ম, চুন্নু, যুক্তরাজ্য জাসদের সহ সভাপতি সৈয়দ বদরুল হক এনাম, সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম আকবর মুক্তা, যুক্তরাজ্য জাসদের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন খাঁন শামীম, যুক্তরাজ্য জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর, আনোয়ার জামাল বাচ্চু, এডভোকোট হাবীবুর রহমান হাবীব এবং শামসুর রহমান সুমেল প্রমুখ ।
উক্ত সভায় রমজানের পর দলমত নির্বিশেষে যুক্তরাজ্য প্রবাসী বৃহত্তর সিলেটের সকল প্রবাসীদের নিয়ে আবুসিনা ছাত্রাবাস বিল্ডিংটি সংরক্ষন এবং জাতীয় প্রত্নতাত্বিক সম্পদ ঘোষনা করার জন্য পুর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক মানববন্ধন করার প্রস্তাব গৃহীত হয়। এই উপলক্ষে আগামী ২ সপ্তাহের মধ্যে সবাইকে নিয়ে আরও একটি প্রস্তুতি সভা করার জন্যও প্রস্তাব করা হয় ।