শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৮

বিশ্বকাপ ট্রফি নিয়ে ১০নং ডাউনিং স্ট্রিটে মরগানরা

বিশ্বকাপ ট্রফি নিয়ে ১০নং ডাউনিং স্ট্রিটে মরগানরা

শীর্ষবিন্দু নিউজ: বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। শিরোপা নিশ্চিত হওয়ার পর থেকেই পুরো ইংল্যান্ড জুড়ে চলছে উৎসব। ফুটবলের দেশে এমন উৎসব চোখ ধাঁধানোর মত।

গতকাল সোমবার ওভালে বিজয় প্যারেডের আয়োজন করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ট্রফি নিয়ে অধিনায়ক ইয়ন মরগানের নেতৃত্বে চলে উদযাপন।

এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র আমন্ত্রণে তার বাসভবন লন্ডনের ১০নং ডাউনিং স্ট্রিটে বিশ্বকাপ ট্রফি নিয়ে যান ইংলিশ ক্রিকেটাররা। পুরো দলকে ফুলেল শুভেচ্ছা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

বিশ্বকাপ নিয়ে খেলোয়াড়দের সাথে কথা বলেন তিনি। শিরোপা জয়ের জন্য প্রত্যক খেলোয়াড়কে অভিনন্দনও জানান থেরেসা মে। পরে চা পর্ব শেষে বিশ্বকাপজয়ী খেলোয়াড়দের নিয়ে ছবি তুলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

থেরেসা মে বলেন, ফাইনালে অসাধরণ পারফরমেন্স করেছে পুরো ইংল্যান্ড দল। বিশ্বচ্যাম্পিয়ন হতে যা করা দরকার তাই করেছে তারা। বিচার-বুদ্ধি এবং সাহস দেখিয়েছে মরগানরা। ঘরের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের এমন অর্জন ইতিহাসে অমর হয়ে থাকবে।

প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, ‘বিশ্বকাপ জয় ইংল্যান্ড ক্রিকেটে ভবিষ্যতের জন্য অনেক বড় অর্জন। এই জয় দেখে ইংল্যান্ডের শিশুরা ক্রিকেট খেলার জন্য আগ্রহী হবে।

ভবিষ্যতে আরও অনেক ভালো ক্রিকেটার উঠে আসবে। আশা করি, মরগান-স্টোকসদের মত বড় মাপের ক্রিকেটার হবে এবং ভবিষ্যতে আমাদেরকে আবারো বিশ্বকাপ শিরোপা এনে দিবে।’




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024