শীর্ষবিন্দু নিউজ: স্নাতকের শিক্ষার্থী ভিক্টোরিয়া ব্রেনান এক কাপ কফির চেয়েও কম দামে ইংল্যান্ডের লিভারপুলে দুই কক্ষের একটি ফ্ল্যাটের মালিক হয়ে গেছেন।
যেসব অঞ্চল ছেড়ে মানুষ অন্য জায়গায় ঠিকানা গড়ছে সেসব এলাকায় ফের জনবসতি গড়ে তুলতে লিভারপুল সিটি কাউন্সিল ওয়ান পাউন্ড হোম স্কিম নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
ওই প্রকল্পে মাত্র এক পাউন্ড বিনিয়োগ করে ফ্ল্যাটের মালিক হন ৩১ বছর বয়সী ব্রেনান। তিনি বলছেন, এ পদক্ষেপ ছাড়া কখনোই ওই বাড়ির সিঁড়িতে পা রাখতে পারতেন না। ২০১৬ সালে ফ্ল্যাটটির চাবি পেয়েছিলেন তিনি।
লিভারপুলের ওই এলাকায় নানা অপরাধ, অসামাজিক কার্যকলাপ, অর্থনৈতিক বঞ্চনা, অল্প মানুষের বসবাসসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ব্রেনান জানান, বাড়ির বাইরে চুরি ও আতশবাজি ছাড়াও তার গাড়ির উইন্ডশিল্ড ভেঙে ফেলা হয়।
লিভারপুলের এ প্রকল্প দেখে উত্তর ফ্রান্সের রাউবাইক্স শহরে ‘ওয়ান ইউরো হাউজিং স্কিম’ চালু হয়েছে। এ প্রকল্পের আওতায় পরিত্যক্ত বাড়িগুলোকে বসবাসের উপেযোগী করে তুলতে পুনর্নির্মাণ খরচ বহন করে স্থানীয় কর্তৃপক্ষ।