শীর্ষবিন্দু নিউজ: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে লন্ডনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান টিপু (৪১) নামে এক ব্রিটিশ বাংলাদেশি নিহত হয়েছেন।
তিনি লন্ডনের বিসমিল্লাহ ট্রাভেল অ্যান্ড উমরাহ এজেন্সির মালিক। শনিবারের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন মাওলানা মো. কাওছার নামের আরও একজন।
জানা গেছে, শনিবার সৌদি আরবের স্থানীয় সময় সকালে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পথে দুইটি প্রাইভেট কারের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মিজানুর। আহত কাওছারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে গাড়ি চালানো ও ড্রাইভারের ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা।
টিপুর ঘনিষ্টজন হামিদুর রহমান চৌধুরী বলেন, তিনি মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন গ্রামের আইয়ুব উদ্দিন চৌধুরীর ছেলে। তিন ছেলে ও দুই মেয়ের জনক টিপু লন্ডনের মার্লিবন রোডের বাসিন্দা ছিলেন। তাকে সৌদি আরবে দাফন করার কথা রয়েছে।