রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:১৫

সোশ্যাল ওয়ার্কার অব দ্যা ইয়ার এওয়ার্ডের জন্য শর্টলিস্টেড হলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

সোশ্যাল ওয়ার্কার অব দ্যা ইয়ার এওয়ার্ডের জন্য শর্টলিস্টেড হলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের চিলড্রেন্স সার্ভিসেস ইতিবাচক পরিবর্তন আবারো স্বীকৃতি পেয়েছে। ৬টি সোশ্যাল ওয়ার্কার অব দ্যা ইয়ার এওয়ার্ডের জন্য কাউন্সিল শর্টলিস্টেড হয়েছে, যার মধ্যে তিনটি মনোনয়নই হচ্ছে একই ক্যাটাগরিতে।
সোশ্যাল ওয়ার্কাররা নিত্যদিন যে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে কাজ করে থাকেন, তারই স্বীকৃতি দিতে জাতীয়ভাবে আয়োজিত বার্ষিক এওয়ার্ড এর জন্য যে ক্যাটাগরিতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টিম ও প্র্যাক্টিশনার্সরা সংক্ষিপ্ত তালিকাভূক্ত হয়েছে: সেগুলো হচ্ছে- প্র্যাক্টিস এডুকেটর অব দ্যা ইয়ার, টীম অব দ্যা ইয়ার, চিলড্রেন্স সার্ভিসেস (এক্সপ্লয়টেশন টিম, ইন্টেগ্রেটেড চিলড্রেন উইথ ডিজেবিলিটি টিম, ফস্টারিং ডেভেলপ টিম), নিউলি কোয়ালিফায়েড চিলড্রেন্স সোশ্যাল ওয়ার্কার অব দ্যা ইয়ার এবং লাইফটাইম এচিভমেন্ট অব দ্যা ইয়ার।
কাউন্সিলের চিলড্রেন্স সার্ভিসেস নিয়ে অফস্ট্যাডের সর্বশেষ মূল্যায়নে “ভালো” রেটিং পাওয়ার পর উল্লেখিত ক্যাটাগরিতে এওয়ার্ডের জন্য মনোনয়ন পেলো।
এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র, জন বিগস বলেন, অফস্ট্যাড কর্তৃক সম্প্রতি “ভালো” রেটিং লাভের পর সোশ্যাল ওয়ার্কার অব দ্যা ইয়ার এওয়ার্ড কর্তৃক এই জাতীয় স্বীকৃতি পাওয়া গেলো। এর মধ্য দিয়ে এটাই ফুটে ওঠেছে যে, আমাদের রয়েছে অত্যন্ত নিবেদিত কিছু ব্যক্তি ও দলসমূহ, যারা বারার শিশু ও তাদের পরিবারের জন্য উন্নত মানের সেবা প্রদানে বদ্ধপরিকর। সারা দেশের চিলড্রেন্স এবং অ্যাডাল্ট সার্ভিসগুলোর ১৬টি ক্যাটাগরিতে গোটা ইংল্যান্ড থেকে ৯৪ প্র্যাক্টিশনার, সোশ্যাল ওয়ার্কার টিম ও সংস্থা এওয়ার্ডের জন্য শর্টলিষ্টেড হয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ীরা পরে ‘ওভারঅল সোশ্যাল ওয়ার্কার অব দ্যা ইয়ার ২০১৯’ শিরোপার জন্য পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। আগামী নভেম্বর মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে মর্যাদাকর এওয়ার্ড বিতরণী অনুষ্ঠান, যেখানে ঘোষনা করা হবে বিজয়ীদের নাম।
-প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024