রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:১০

সন্ত্রাসী হামলার ঝুঁকির মাত্রা কমলো যুক্তরাজ্যে

সন্ত্রাসী হামলার ঝুঁকির মাত্রা কমলো যুক্তরাজ্যে

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকির মাত্রা মারাত্মক থেকে বাস্তবিক এ নামিয়ে এনেছে দেশটির সরকার। বিগত পাঁচ বছরে প্রথমবারের মতো এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

সোমবার এই ঘোষণা দেয় স্বরাষ্ট্র দফতর। এই মাত্রা কমানো বলতে বুঝায় আগে সন্ত্রাসী হামলার মারাত্মক ঝুঁকি থেকে স্বাভাবিক ঝুঁকিতে নেমে এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি পাটেল জানিয়েছেন, যুক্তরাজ্যের যৌথ সন্ত্রাস বিশ্লেষণ কেন্দ্রের স্বাধীন তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাত্রা কমানো হলেও ব্রিটিশ নাগরিকদের সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদিও আমরা মাত্রা কমিয়েছি তারপরও সন্ত্রাসের ঝুঁকি রয়ে গেছে তা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।

নতুন এই মাত্রাতেও সন্ত্রাসের ঝুঁকি রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনও সময় হামলা হয়েই যেতে পারে। তাই জানগণকে সাবধান থাকতে হবে এবং কোনরকম সন্ত্রাসী আলামত প্রত্যক্ষ করলে পুলিশকে সহায়তা করতে হবে।

২০১৪ সালের পর থেকে এবারই প্রথম যুক্তরাজ্যের সন্ত্রাসী হামলার ঝুঁকির মাত্রা এত কম। পাঁচটি রেটিংয়ে মাত্রার তৃতীয় ধাপে আছে যুক্তরাজ্য।

প্রিতি পাটেল বলেন, সরকার, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এই ঝুঁকি মোকাবিলায় দিনরাত কাজ করে যাবে। সবসময়ই আমরা ঝুঁকির মাত্রা পর্যালোচনা করছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024