শীর্ষবিন্দু নিউজ: ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর যুক্তরাজ্য একটি দ্বিতীয় শ্রেণির দেশে পরিণত হবে নিশ্চিতভাবেই। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের যে বৈশ্বিক প্রভাব আছে তা আর থাকবে না বলেও মনে করেন টাস্ক। ডেইলি মেইল
এ্কটি ভাষণে এই বক্তব্য দেয়ার সময় ডোনাল্ড টাস্ক স্বীকার করে নিয়েছেন, তিনি এই মন্তব্য করে আসলে কূটনৈতিক শিষ্ঠাচার ভঙ্গ করছেন।
আর এই বক্তব্যের পর ব্রেক্সিটপন্থীরা বলছেন, টাস্ক এখন ব্যর্থ প্রেমিকের মতো আচরণ করছেন। যিনি প্রেমে ব্যর্থ হয়ে সাবেক প্রেমিকার নামে মিথ্যা কুৎসা রটনা করছেন।
একদল ছাত্রের সামনে বক্তব্য দেয়ার সময় টাস্ক বলেন, আমি তোমাদের এমন কিছু বলতে যাচ্ছি যা কয়েক মাস আগেও বলার সাহস পেতাম না। আমার মনে হয়, এখনও বলার জন্য তা বেশি হয়ে যায়। এক মাসের মধ্যে যুক্তরাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরেও পরিস্থিতি কি স্বাভাবিক থাকবে? আমার তা মনে হয় না। তারা দ্বিতীয় শ্রেণীর রাষ্ট্র হবার পথে এক পা বাড়িয়েই রেখেছে।
নিজের বক্তব্যে টাস্ক আশা প্রকাশ করেন, যুক্তরাজ্য হয়তো ইউরোপ ত্যাগের বিষয়ে নিজেদের মত বদলাবে। টাস্কের দাবি, যুক্তরাজ্য ধরে রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টার করলেও, ব্রিটিশ নেতাদের অকারণ জেদে সেটি সম্ভব হয়নি। তিনি মনে করেন যুক্তরাজ্যের জনগন এই বিপদে পরতে চায় না। তাই এখনও ব্রেক্সিট রদের সুযোগ রয়েছে।