নিউজ ডেস্ক: খাসাড়ীপাড়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বিয়ানীবাজার পৌরসভার খাসাড়ীপাড়া গ্রামের বাসিন্দা ও বিয়ানীবাজার সরকারী কলেজের প্রাক্তন এজিএস সদ্যপ্রয়াত জনাব সেলিম উদ্দিন এর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১৮ই নভেম্বর সোমবার ফোর্ড স্কয়ার মসজিদে খাসাড়ীপাড়া ওয়েলফেয়ার ট্রাষ্টের সেক্রেটারী মুহাম্মদ নুরুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই উক্ত সংগঠনের সভাপতি জনাব শিহাব উদ্দিন কাজল।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও কাউন্সিল অফ মস্ক ইউকে’র সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শামসুল হক। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মামুন রশীদ, রবিন অহমদ, ময়না মিয়া, দবির মিছবা উদ্দিন, মুজাহিদ ও দিলুসহ বিয়ানীবাজারের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।
উক্ত দোয়া মাহফিলে খাসাড়ীপাড়া ওয়েলফেয়ার ট্রাষ্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ট্রাষ্টের সহ-সভাপতি আলীম উদ্দিন, সহকারী সেক্রেটারী মুহাম্মদ নুরুজ্জামান, ট্রেজারার কামরুল হুসেইন মুন্না, অরগানাইজিং সেক্রেটারী আব্দুল মুকিত, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারী আব্দুল মুহিত, মেম্বারশীপ সেক্রেটারি সাব্বির আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলাম উদ্দিন, মাহের, খাইরুল এবং আহমদ শরীফ প্রমুখ।