শীর্ষবিন্দু নিউজ: আগামী ১০ই জানুয়ারি মুজিববর্ষের কাউন্টডাউন শুরু হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকবে সশস্ত্র বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সার্বিক সহযোগিতা দেবে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা জানান।
এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী মুরাদ হাসান, জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারাদেশে একযোগে কাউন্টডাউনের জন্য ১২টি সিটি করপোরেশনের ২৮টি স্পট, ২টি থানা এবং ৫৩টি জেলায় স্থাপিত হবে কাউন্টডাউন ঘড়ি। ১০ জানুয়ারি বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে (প্যারেড স্কয়ার) মুজববর্ষের লোগো উন্মোচন করবেন। এই লোগো উন্মোচনের মধ্য দিয়ে শুরু হবে কাউন্টডাউন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ উপলক্ষে রাজধানীসহ দেশের ৮৩টি স্থানে বিশেষ ঘড়ি স্থাপন করা হবে। ওই ঘড়িতেই হবে কাউন্টডাউন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিববর্ষ উৎযাপনে এই আয়োজন।
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে মুজিববর্ষের মূল অনুষ্ঠান শুরু হবে। চলবে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত।