মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৫০

সিলেটে জালালাবাদ এসোসিয়েশনের বিশ্ব নেতৃবৃন্দের সভা

সিলেটে জালালাবাদ এসোসিয়েশনের বিশ্ব নেতৃবৃন্দের সভা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দকে নিয়ে ঢাকায় অনুষ্ঠিতব্য সম্মেলনকে সামনে রেখে রোববার ৫ জানুয়ারি এক প্রস্তুতি সভা সিলেট শহরের মিরবক্সটুলায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব ও ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান, জালালাবাদ এসোসিয়েশন টরেন্টো’র প্রেসিডেন্ট দেবব্রত দে (তমাল) এবং জালালাবাদ এসোসিয়েশন রিয়াদ এর প্রেসিডেন্ট মোঃ কাপ্তান হোসেইন।

সভায় নেতৃবৃন্দ আগামী ১৮ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিতব্য বিশ্ব জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দের সম্মেলনে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও যোগাযোগ এবং আন্তঃসাংগঠনিক সম্পর্ক জোরদারকরণে কি কি পদক্ষেপ নেয়া যায়, সে সম্পর্কে আলোচনা করেন।

বিশ্বের বিভিন্ন দেশের জালালাবাদ এসোসিয়েশনের যেসকল নেতৃবৃন্দ বর্তমানে বাংলাদেশে রয়েছেন এবং ১৮ জানুয়ারী ঢাকায় অবস্থান করার সম্ভাবনা আছে, তাদেরকে ১৮ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দেয়ার জন্য সভা থেকে অনুরোধ জানানো হয়।

এই সম্মেলনের ব্যাপারে বিস্তারিত জানতে অথবা সম্মেলনে নাম নিবন্ধন করতে চাইলে জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিবের সাথে ০১৭১ ৪৪২৯৬১১ নাম্বারে অথবা জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র অফিসের সাথে ০১৭২ ২৯১২৭৪৮ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024