রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০২:২৩

ইতালীতে করোনা ভাইরাস আতংকে ৬ হাজারের বেশি পর্যটক আটকা

ইতালীতে করোনা ভাইরাস আতংকে ৬ হাজারের বেশি পর্যটক আটকা

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ইতালির একটি প্রমোদতরীতে করোনা ভাইরাসে সন্দেহভাজন আক্রান্তের খোঁজ পাওয়ার পর এতে আটকা পড়েছে ছয় হাজারের বেশি পর্যটক।

কোস্টা ক্রোসিয়েরে কোম্পানির প্রমোদতরীটি রোমের অদূ্রে সিভিতাভেচিয়া বন্দরে নোঙ্গর করেছে। জ্বরে আক্রান্ত হওয়ার পর ম্যাকাউ এর এক নারী ও তার স্বামীকে আলাদা করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তিন জন চিকিৎসক ও এক জন নার্স পাঠিয়ে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কোস্টা স্মেরাল্ডা নামের প্রমোদতরীটি কর্মীসহ প্রায় সাত হাজার আরোহী আটকা পড়েছে বলে জানিয়েছে এর মালিক কোম্পানিটি।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ইতোমধ্যে চীনের সবগুলো প্রদেশ ছাড়াও অন্তত ২০টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার নাগাদ ১৭০ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৩৬ জন। বৃহস্পতিবার এই ভাইরাসকে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করেছে জাতিসংঘের বিশেষায়িত স্বাস্থ্য বিষয়ক সংস্থা ডব্লিউএইচও।

এর আগে সম্প্রতি কোস্টা স্মেরাল্ডা প্রমোদতরীটি ইতালির উত্তরাঞ্চলের সাভোনা থেকে যাত্রা শুরু করে। মার্সেই, বার্সেলোনা ও পালমা দে মাল্লোরকাতে যাত্রা বিরতি দিয়ে বৃহস্পতিবার সিভিতাভেচিয়ায় পৌঁছায়।

গ্যাবি নামের এক আরোহী টুইট বার্তায় জানিয়েছেন, বন্দরে পৌঁছানোর পরও তাদের জাহাজ থেকে নামতে দেওয়া হচ্ছে না। কারণ হিসেবে কর্তৃপক্ষ স্বাস্থ্য তদারকির কথা বলছে বলে জানিয়েছেন তিনি।

ইতালির বার্তা সংস্থা এএনএসএ জানিয়েছে, ৫৪ বছর বয়সী ওই নারী ও তার স্বামীকে নির্জন স্থানে রাখা হয়েছে। তবে তার স্বামীর আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল নাগাদ তাদের পরীক্ষার ফলাফল জানা যেতে পারে।

ইতালির কোস্টগার্ড কমান্ডার ভিনসেনজো লিওন বলেন, যা করণীয় ছিলো তার সবকিছুই আমরা করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে আর এই মুহূর্তে আরোহীদের উদ্বেগের কিছু আছে বলে মনে হয় না।

কোস্টা স্মেরাল্ডার মালিক কোম্পানি কোস্টা ক্রোসিয়েরের এক মুখপাত্র বলেছেন, সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ পরিস্থিতি যাচাই করছে। অতিথি এবং কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার নিশ্চয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি।

এক বিবৃতিতে স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে তারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024