বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:২৬

বিদেশে নগদ ১০ হাজার ডলার নেওয়া যাবে অনুমতি ছাড়াই

বিদেশে নগদ ১০ হাজার ডলার নেওয়া যাবে অনুমতি ছাড়াই

/ ২৩৮
প্রকাশ কাল: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

অর্থনীতি নিউজ ডেস্ক: বিদেশ যেতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই এখন থেকে নগদ ১০ হাজার ডলার পর্যন্ত সঙ্গে রাখা যাবে। আগে এর পরিমাণ ছিল পাঁচ হাজার ডলার।

সোমবার (৩ই ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বিদেশে যাওয়া-আসার সময় সঙ্গে ডলার রাখার সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করা হয়েছে।

এর আগের নির্দেশনা অনুযায়ী, বিশ্বের যেকোনও দেশে ভ্রমণের সময় প্রাপ্তবয়স্করা নগদ ৫ হাজার ডলার ছাড়াও আরও ৭ হাজার ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে নিতে পারতেন।

নিয়ম অনুযায়ী, শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিয়ে যে কোনও পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2024