রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:২৮

বাংলাদেশে সফরে যাচ্ছে ছাতক উপজেলা ভেটারন্স ফুটবল ক্লাব টিম

বাংলাদেশে সফরে যাচ্ছে ছাতক উপজেলা ভেটারন্স ফুটবল ক্লাব টিম

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটেনভিত্তিক ফুটবল ক্লাব ছাতক উপজেলা ভেটারন্স ফুটবল ক্লাব প্রথমবারের মতো ফুটবল টিম নিয়ে চলতি সপ্তাহে বাংলাদেশে সফরে যাচ্ছে।

এই টিম ৪টি ম্যাচ ছাতকে এবং একটি ম্যাচ সুনামগঞ্জে খেলবে যার বিস্তারিত নিচে দেয়া হলো:

ম্যাচ ১: সুনামগঞ্জ – ১৪ ফেব্রুয়ারী

ম্যাচ ২: মইনপুর – ১৬ ফেব্রুয়ারী

ম্যাচ ৩: গোবিন্দগঞ্জ – ১৮ ফেব্রুয়ারী

ম্যাচ ৪: জাউয়া বাজার লক্ষমসুম – ২০ ফেব্রুয়ারী

ম্যাচ ৫: ছাতক টাউন – ২২ ফেব্রুয়ারী

ক্লাবের জন্য এটা এক ঐতিহাসিক সফর তাই ক্লাব কতৃপক্ষ কমিউনিটির সর্বস্তরের মানুষ, মিডিয়া ও ফূটবলপ্রেমীদের কাছে দোয়া কামনা করেছেন। ক্লাবের চেয়ারম্যান সাবেক কাউন্সিলার মাইয়ূম মিয়া তালুকদার ক্লাব সদস্য, স্পন্সর ও দেশের আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।

এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্লাব চেয়ারম্যান মাইয়ূম মিয়া তালুকদারের সাথে মোবাইল নাম্বার 07983798791(email: mdmaium@gmail.com) অথবা ক্লাবের সেক্রেটারী মতিন মিয়ার সাথে 07930 987915 নাম্বারে যোগাযোগ করতে ক্লাব কতৃপক্ষ অনুরোধ জানিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024