বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৫

করোনাভাইরাস সম্পর্কে সতর্ক করা সেই ডাক্তারকে হত্যা করেছে চীন

করোনাভাইরাস সম্পর্কে সতর্ক করা সেই ডাক্তারকে হত্যা করেছে চীন

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: চীন থেকে উৎপত্তি হয়ে দুনিয়াজুড়ে করোনাভাইরাস নামে যে মহামারি দেখা দিয়েছে। সেই সম্পর্কে সবাইকে সজাগ করেন দেশটির ডাক্তার লি।

আর তাকে অসুস্থ শয্যায় রেখেই হত্যা করা হয় বলে ময়নাতদন্তে বলা হয়েছে। চীনের পুলিশ এ তথ্য প্রকাশ করেছে। এবি-টিসি.কম

বিবৃতিতে পুলিশ জানিয়েছে, লির মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের ছয় কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডা. লির মৃত্যুতে চীনজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। তার মৃত্যুর কারণ জানতে নিরপেক্ষ ময়নাতদন্তেরও দাবি উঠে।

হুবেই প্রদেশের পুলিশ কর্মকর্তা ডেভিড শেংফেনের নেতৃত্বে লির মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। তিনি লির ভাই। তিনি বলেন, তদন্ত চলছে। সব অপরাধীকে আইনের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, তার চিকিৎসা চলছিলো। তিনি দ্রুত হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে তিনি আশা করেন। কিন্তু ছাড়া না পাওয়ায় কোথাও ভুল হচ্ছিল বলে তিনি সন্দেহ করেন।

গত ডিসেম্বরে লি একটি বার্তায় বলেন, তিনি এসএআরএসের মতো প্রাণঘাতী করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন। পরে পুলিশ তাকে মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকতে বলে। একই সঙ্গে তার বিরুদ্ধে ‘গুজব ছড়ানোর’ তদন্ত শুরু করা হয়।

ওয়েনলিংয়ের বাবা লি সুয়িং বিবিসিকে বলেন, তিনি মনে করেন- তার ছেলে গুজব ছড়াতে পারেন না। তার ছেলের কথাই তো শেষে সত্য প্রমাণ হলো। তার ছেলে ছিলেন চমৎকার। আগামি জুনে ডা. লির স্ত্রী সন্তান প্রসব করবেন বলে জানিয়েছে চীনের ওয়েবসাইট পিয়ার ভিডিও।

উল্লেখ্য, এসএআরএসের মতো প্রাণঘাতী করোনা ভাইরাসের সন্ধান পেয়ে তা জনসমক্ষে তোলে ধরায় চীনের উচ্চ পর্যায় থেকে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024