শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: জার্মানির একটি উগ্র ডানপন্থি গোষ্ঠী দেশটির মসজিদগুলোতে হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে সরকার৷ এজন্য ১২ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
জার্মানির একটি উগ্র ডানপন্থি গোষ্ঠীর ‘সন্ত্রাসী শাখার’ সদস্যদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ৷ তারা দেশটির মসজিদগুলোতে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছে বলে সোমবার দাবি করেছেন সরকারের একজন মুখপাত্র৷
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত ঐ কর্মকর্তা বলেছেন, একটি দলের এমন সন্ত্রাসী সেল থাকার ঘটনায় তারা হতবাক৷ বিদ্যমান পরিস্থিতিতে প্রার্থনাস্থলে কোনো হামলার ঘটনার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না৷
এই ঘটনায় চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুখপাত্র স্টেফান সাইবার্ট বলেন, স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রক্ষা করা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব৷ এক্ষেত্রে কারো ধর্ম যা-ই হোক না কেন, তা বিবেচ্য নয়৷
শুক্রবার বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালিয়ে এই বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে৷ তদন্ত চলাকালীন সময়ে তাদেরকে জেলে রাখার নির্দেশ দিয়েছে জার্মানির ফেডারেল কোর্ট অব জাস্টিস৷