শীর্ষবিন্দু নিউজ: ঢাকা মহানগর পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়ার পর দলটি জানিয়েছিল তারা নয়া পল্টনেই সমাবেশ করবে। অবশেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ১৮ দলীয় জোট। আজ রাত সোয়া ১০টার দিকে দলটির মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেন।
সরকারের প্রতি সর্তক বার্তা দিয়ে মির্জা ফখরুল জানান, শান্তি ও সমঝোতা বজায় রাখতে আমরা সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে সমাবেশ আসা নেতাকর্মীদের যাতে সরকারি দল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন ধরনের বাধা না দেয়া সে আহবান জানাচ্ছি।
পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর অবস্থানে যাবে তারা। ১৩টি শর্তে বিরোধী দলকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।