বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১২:২০

করোনা আতংকে পবিত্র দুই মসজিদ মক্কা-মদিনায় স্বল্প পরিসরে জুমার নামাজ আদায়

করোনা আতংকে পবিত্র দুই মসজিদ মক্কা-মদিনায় স্বল্প পরিসরে জুমার নামাজ আদায়

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: মক্কা বিজয়ের পর ইসলামের ১৪০০ বছরের ইতিহাসে পবিত্র মসজিদুল হারামে কখনই এক ওয়াক্ত সালাত আদায়ও বন্ধ থাকেনি। কিন্তু কোভিড-১৯ আতঙ্কে দেখা দিয়েছিলো সে শঙ্কা।

বৃহস্পতিবার হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয় পবিত্র হারাম শরীফ এবং মসজিদে নববি। এ সময় আসর, মাগরিব ও এশার সালাতের জামাত অনুষ্ঠিত হয়নি। তবে জানা গেছে, মসজিদের কর্মীরাই জামাত করে আনুষ্ঠানিকতা রক্ষা করেছেন।

এই বন্ধ থাকার সময়ে কাবা শরিফ জীবানুমুক্ত করা হয়। ইতিহাসে প্রথমবারের মতো পুরো এলাকা বন্ধ করে জীবানুমুক্ত করা হলো। জুমার নামাজ অনুষ্ঠিত হলেও লোকসমাগম ছিলো অনেকাংশেই কম।

গালফ নিউজ বলছে, এই জামাতে মুসুল্লি সংখ্যা ছিলো মাত্র দেড় হাজার। যা গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। এমনকি স্থানীয়দেরও জুমার নামাজে উপস্থিত হতে কিছুটা নিরুৎসাহিতই করা হয়েছিলো। এমনকি অংশ নেননি পবিত্র মসজিদটির গ্র্যান্ড খতিবও। শুক্রবারের এই বিশেষ নামাজ শেষ করা হয় রেকর্ড সময়ে।

গালফ নিউজ বলছে, মাত্র ৯ মিনিটেই সম্পন্ন হয়েছে খুতবা, ২ রাকাত সালাত এবং মোনাজাত। অখচ এই পুরো প্রক্রিয়ায় সময় লাগে দেড় ঘণ্টারও বেশি। নামাজ শেষে মহামারি থেকে রক্ষার জন্যও দোয়া করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024