মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১০

ইতালিতে করোনা ভাইরাস মোকাবেলায় ১৬ মিলিয়ন মানুষ এপ্রিল পর্যন্ত তালাবদ্ধ

ইতালিতে করোনা ভাইরাস মোকাবেলায় ১৬ মিলিয়ন মানুষ এপ্রিল পর্যন্ত তালাবদ্ধ

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে ইতালিতে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ইতালির প্রধানমন্ত্রী বলেছেন, ইতালির লম্বার্দি অঞ্চল এবং ১৪ প্রদেশে অন্তত এক কোটি ৬০ লাখ মানুষ বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রয়েছেন। রোববার (০৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তথ্য জানায়।

জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে বাড়িতে থাকতে বলা হবে। যারা কোয়ারেন্টাইনের এ নিয়ম ভঙ্গ করবে, তাদের তিন মাসের কারাদণ্ড হতে পারে। ইতালিকে ভাইরাস ছড়ানোর বিষয়টি নিয়ন্ত্রণে সর্বাধিক জোর দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।

শনিবার ইতালির ডেমোক্র্যাটিক পার্টির (পিডি) শীর্ষ নেতা নিকোলা জিংগারেত্তি জানিয়েছেন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হওয়ার আগ পর্যন্ত বাড়িতে থাকবেন বলে জানিয়েছেন তিনি। দ্রুত বাড়তে থাকা প্রাদুর্ভাব মোকাবিলায় প্রয়োজনে অবসরপ্রাপ্ত চিকিৎসকদের সাহায্য চাওয়ার কথা ভাবছে দেশটি।

এপ্রিল মাসের প্রথম দিক পর্যন্ত অবস্থা বিদ্যমান থাকবে। দেশটিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত বাড়তে থাকায় জিম, পুল, মিউজিয়াম এবং স্কি রিসোর্টও বন্ধ করে দেওয়া হবে। ইতালিতে এখন পর্যন্ত ২৩০ জনেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অর্ধ শতাধিক মানুষ। শনিবার (০৭ মার্চ) আক্রান্তের সংখ্যা ১২শথেকে বেড়ে দাঁড়িয়েছে হাজার ৮৮৩ জনে

উত্তর ইতালির লম্বার্দি অঞ্চল, যেখানে এক কোটি মানুষের বাস, দেশটির অর্থনৈতিক কেন্দ্র মিলান এবং ভেনিস, পার্মা মদেনাসহ ১৪টি প্রদেশে জরুরি কারণ ছাড়া প্রবেশ বন্ধ থাকবে। এতে কোয়ারেন্টাইনে থাকবেন প্রায় এক কোটি ৬০ লাখ মানুষ।

ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে জানান, কোয়ারেন্টাইনের অন্তর্ভুক্ত প্রদেশগুলো হলো: মদেনা, পার্মা, পিয়াকেনৎসা, রেগিও এমিলিয়া, রিমিনি, পেসারো, উরবিনো, আলেসানদ্রিয়া, আস্তি, নোভারা, ভার্বানো, কুসিও অসোলা, ভারচেলি, পাদুয়া, ত্রেভিসো এবং ভেনিস। কোয়ারেন্টাইনের অংশ হিসেবে যে ব্যবস্থাগুলো নেওয়া হবে তা হলো: নাইট ক্লাব, জিম, সুইমিং পুল, মিউজিয়াম এবং স্কি রিসোর্ট বন্ধ থাকবে।

রেস্তোরাঁ ক্যাফে খোলা থাকবে কিন্তু কাস্টোমারদের একে অপরের কাছ থেকে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া, ফুটবলসহ খেলার অনুষ্ঠানগুলো সব পেছানো হয়েছে

শনিবার পর্যন্ত দেশটিতে এ ভাইরাসে ২৩৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও পাঁচ হাজার ৮৮৩ জন। উদ্ভূত পরিস্থিতিতে লোম্বার্ডিসহ ১৪টি প্রদেশের অন্তত এক কোটি ৬০ লাখ মানুষকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে।

উত্তর ইতালিতে ইতোমধ্যেই ৫০ হাজারের মতো মানুষ কোয়ারেন্টাইনে রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক কেন্দ্র মিলান এবং পর্যটকদের মূল আকর্ষণ ভেনিসের মতো শহরও কোয়ারেন্টাইনের আওতায় থাকবে। করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ব্যায়ামাগার, সুইমিংপুল, যাদুঘর এবং স্কি রিসোর্টগুলোও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নিশ্চিত আক্রান্তের সংখ্যা শনিবার এক ধাক্কায় ১২শ’ থেকে বেড়ে পাঁচ হাজার ৮৮৩ জনে পৌঁছানোর পর লোকজন আরও আতঙ্কিত হয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় তাই ১৫টি প্রদেশকে কোয়ারেন্টাইন করে রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

লোম্বার্ডির পুরো উত্তর অঞ্চল যেখানে এক কোটি লোকের বাস এবং ইতালির বাণিজ্যিক নগরী মিলান লক ডাউন বা বন্ধ রাখা হবে। তবে জরুরিভিত্তিতে কিছু করার প্রয়োজন হলে সেক্ষেত্রে নিয়মের ব্যত্যয় হতে পারে।

প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে জানিয়েছেন, মোদেনা, পারমা, পিয়াসেনজা, রেজ্জিও এমিলিয়া, রিমিনি, পেসারো এবং আরবিনো, আলেসান্দ্রিয়া, অ্যাসটি, নোভারা, ভারবানো কিউসিও ওসোলা, ভারসেই, পাদুয়া, ট্রেভিসো এবং ভেনিসের মতো শহরগুলো আক্রান্ত হয়েছে।

কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?

  • বিয়ের অনুষ্ঠান ও শেষকৃত্যসহ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত।
  • সিনেমা, নাইট-ক্লাব, ব্যায়ামাগার, সুইমিং পুল, যাদুঘর এবং স্কি রিসোর্টগুলো বন্ধ করে দেওয়া হবে।
  • রেস্তোরাঁ এবং ক্যাফে খোলা থাকতে পারে। কিন্তু সেক্ষেত্রে ক্রেতাদেরকে অবশ্যই এক মিটার দূরত্ব রেখে বসতে হবে।
  • মানুষজনদের বলা হবে যাতে করে তারা যতটা সম্ভব ঘরে থাকে।
  • যদি কেউ কোয়ারেন্টিন ভঙ্গ করে তাহলে তাকে তিন মাস জেলে কাটাতে হবে।
  • সব ধরণের খেলাধুলার আসর বন্ধ থাকবে। ইতালির ফুটবল প্লেয়ার ইউনিয়নের প্রেসিডেন্ট সব ম্যাচ পিছিয়ে দেওয়ার আহ্বান করেছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতালিকে পরামর্শ দিয়েছে যাতে করে দেশটি ভাইরাস ছড়িয়ে পড়া রোধে কঠিন নিয়ন্ত্রণ নেয়। এই ব্যাপক মাত্রায় কোয়ারেন্টাইন করার পরিকল্পনা চীনও করেছিল। ভাইরাস সংক্রমণ ঠেকাতে কাজে আসায় ওই পদক্ষেপের প্রশংসা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024