নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে জনকল্যান ও সামাজিক কর্মকান্ড বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। আর এক্ষেত্রে ম্যানচেষ্টার সিটি কাউন্সিল সমাজকর্মীদের অনুপ্রেরনা দেয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে।
আর তারই ধারাবাহিকতায় আর্ত মানবতার জন্য দাতব্য তহবিল সংগ্রহ ও জনহিতৈষী কাজের জন্য দুই জন ব্রিটিশ বাংলাদেশীকে বিশেষ সম্মাননা হিসেবে কমেনডেশন (প্রশংসা পত্র) প্রদান করে ম্যানচেষ্টার সিটি কাউন্সিল।
গত ১২ই মার্চ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে আর্ত মানবতার জন্য দাতব্য সংগ্রহ, মানসিক সমস্য, জলবায়ু পরিবেশ পরিবর্তন জনসচেতনতামূলক জনহিতৈষী কাজে অসামান্য অবদানের জন্য মাহী মাসুম ও হত দরিদ্র অভিবাসিদের বিরামহীন আইনী সহয়তার জন্য ব্যারিষ্টার মিজানুর রহমান মিজানকে ম্যানচেষ্টার সিটি কাউন্সিল হতে সর্বোচ্চ বিশেষ সম্মাননা কমেনডেশন সদন তুলে দেন লর্ড মেয়র আবেদ লতিফ চৌহান।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন– বিবিসিএ ইউকে এর প্রধান উপদেষ্ঠা সৈয়দ আহমেদ আলী, এইজহিল ইউনিভারসিটির প্রাক্তন শিক্ষক ডক্টর তাসলিম শাকুর, ম্যানচেষ্টার সিটি কাউন্সিলের অডিট এন্ড ইকোয়ালিটি রেইজ কমিটির চেয়ার কাউন্সিলর আহমেদ আলী জেপি, গ্রেটার ম্যানচেষ্টার লিডার এ্যাওয়ার্ড এর কর্ণধার মোজাহিদ খান, ব্রিটিশ মুসলিমহেরিটেজ সেন্টারের প্রজেক্ট ম্যানেজার আশরাফ আলী এমবিই, হকিং ল এর আইনজীবি লাভলু কাদের, গ্রিনিজ রেকর্ডধারী জয় এহছান, ম্যানচেষ্টার সন্ধীপ এ্যাসোশিয়েশনের চেয়ারম্যান হাসান আর শাহরিয়ার, সংস্কৃতি ব্যক্তিত্য শাহ মনা মিয়া, বিবিসিএস ইউকে‘র সাংগঠনিক সম্পাদক শাহিদ বিন ওয়ালী, ঢাকা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী বাচ্চু, বিমান বাংলাদেশ ম্যানচেষ্টারে কর্মরত মো: কবির হোসেন, ব্যরিষ্টার মিজানের পরিবার ও নিকট আত্মীয়সহ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় লর্ড মেয়র বলেন, জনকল্যান ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িতদের ব্যক্তিদের সম্মানিত করলে সাধারণ মানুষ অনুপ্রাণিত হোন। আর এসব কল্যাণমূখী কাজে অধিকতর উৎসাহী হবেন। এতে সামাজিকভাবে সুন্দর পরিবেশ গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।
উল্লেখ্য, মাহী মাসুম ইতিমধ্যে ২০১৬ সালে ম্যানচেষ্টার লর্ড মেয়র কার্ল আসটিন বিহান (ওবিই) হতে কমিউনিটি কাজের জন্য এপ্রোশিয়েশন সনদ, গ্লোবাল মিডিয়া হতে বেষ্ট কমিউনিটি মিডিয়পার্সন অব দ্যা ইয়ার ২০১৭ ট্রফি, ওল্ডহাম মেট্রোপলিটন বারা কাউন্সিল হতে ২০১৮ সালে আউট ষ্ট্যান্ডিং সার্টিফিকেট সহ নানা বিধি সম্মাননা লাভ করেন।
মাহী মাসুম বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন (বিএসএস) ও যুক্তরাজ্য হতে পোষ্ট গ্রাজুয়েশন (মাস্টার্স) করার পর প্রোপার্টি ও অটো মোবাইল ব্যবসার সাথে জড়িত। তিনি ইংরেজী ও বাংলা মাধ্যমে বিভিন্ন মিডিয়াতে সাংবাদিকতার পাশাপাশি শ্যাডো মিনিষ্টার ও ম্যানচেষ্টার গরটন ব্রিটিশ র্পালামেন্ট মেম্বার আফজাল খানের প্রেস সেক্রেটারী ও উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি ঢাকা এসোসিয়েশনের সভাপতি, জাষ্ট হেল্প ফাউন্ডেশনের এম্বাসেডর, ব্রিটিশ বাংলাদেশী সিভিল সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক (ইনটার্ম), এমএমজিসহ বিভিন্ন উল্লেখ্যযোগ্য সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন ও সামাজিক কর্মকান্ডের জন্য তিনি নর্থ ওয়েষ্ট এলাকায় জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হোন।
অপর সম্মাননা প্রাপ্ত ব্যাক্তি ব্যরিষ্টার মিজানুর রহমান মিজান বরিশালের মেহেনন্দীগঞ্জ এক সম্ভান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি হত দরিদ্র ইমিগ্রেন্টদের বিনামুল্যে আইনী সহায়তা প্রদান করেন। বিশেষ করে বাংলাদেশী কমিউনিটিতে তার আইনী পরামর্শ খুবই গ্রহণযোগ্যতা পায়। ব্যরিষ্টার মিজান লিভারপুল জনমোর ইউনিভারসিটি হতে এলএলবি অর্নাস ও ওয়েষ্ট অব ইংল্যান্ড ব্রিষ্টল হতে বার এট‘ল এবং অনারাবল সোসাইটি অব লিংকন ইনন হতে মেম্বার হয়ে ইডেন ল নামে আইনী প্রতিষ্ঠানের মাধ্যমে ম্যানচেষ্টার লং সাইড ও ওল্ডহামে জনসেবা দিয়ে আসছেন।
এছাড়া মিজানুর রহমান ও তার সহধর্মীনী ডক্টর রুফজান বিবি সার্বক্ষনিক বিরামহীনভাবে জন সহায়তায় নিজেদের ব্যস্থ রেখেছেন। আইন ও সেবা পেশায় নিয়োজিত এই দম্পত্তি বিভিন্ন আর্ত মানবতায় সেবামূলক বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেও মানবতার উদার দৃষ্টান্ত রেখেছেন। এছাড়াও ব্যারিষ্টার মিজান ব্রিটিশ–বাংলাদেশী সিভিল সোসাইটি ইউকে সংগঠনের আইনী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।