রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৫:০৪

ইতালিতে ৯৫ বছরের বৃদ্ধা করোনামুক্ত হলেন

ইতালিতে ৯৫ বছরের বৃদ্ধা করোনামুক্ত হলেন

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ইতালিতে ৯৫ বছর বয়সী এক বৃদ্ধা করোনভাইরাস থেকে সুস্থ হয়েছেন। করোনভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে তিনি সবচেয়ে বয়স্ক।

ওই নারীর নাম আলমা ক্লারা করসিনি। তিনি ইতালির মদিনা প্রদেশের বাসিন্দা। গত ৫ মার্চ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে তিনি ইতালির উত্তর প্রদেশের হাসপাতালে ভর্তি হন। চিকিৎসার মাধ্যমে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন বলে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।

সুস্থ হয়ে ওঠা আলমা ক্লারা করসিনি ইতালির একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি। হাসপাতালে যারা আমার তত্ত্বাবধান করেছেন তারা ভালো মানসিকতার ছিলেন, তারা আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন।’

হাসপাতালের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাইরাসপ্রতিরোধী কোনো ধরনের থেরাপি ছাড়াই ওই নারী সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালিতে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার ইতালিতে ৬৫১ জনের মৃত্যু হয়েছে। ফলে ইউরোপের দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৬ জনে।

ইতালিতে করোনভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৫৬০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৯ হাজার ১৩৮ জনে। আক্রান্তদের মধ্যে থেকে সাত হাজার ২৪ জন সুস্থ হয়ে ফিরলেও ৪৬ হাজার ৬৩৮ জন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে তিন হাজার জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত: দেশটিতে মৃত্যুর হার ৪৬ শতাংশ। আর সুস্থ হওয়ার হার ৫৬ শতাংশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2012-2025