শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৫৮

লন্ডনে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু

লন্ডনে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ: মারাত্মক ছোঁয়াচে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে এক দিনের ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) লন্ডনের হুমারটন হাসপাতালে মারা যান প্রবাসী সৈয়দ আশরাফ চৌধুরী (৫৪)। তার বাড়ি বাংলাদেশের সিলেটের কদম রসুলে।

ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হয়ে মঙ্গলবার পুর্ব লন্ড‌নের র‌য়্যাল লন্ডন হাসপাতালে আরও এক ব্রিটিশ বাংলাদেশি মারা যান। তিনি হলেন জমসেদ আলী (৮০)। জানা যায়, শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে সৈয়দ আশরাফ চৌধুরীকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ডাকেন স্বজনেরা। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আট হাজার ৭৭ জন আর মারা গেছে ৪৩৭ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩৫ জন। আর বুধবার বিকেল পর্যন্ত এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে, ৪ লাখ ২৮ হাজার ২২০ জন আর মারা গেছে  ১৯ হাজার ১০১ জন। আর আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ নয় হাজার ২৪১ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024