শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:৩৬

যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৮

যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৮

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মারা গেছেন ২০৯ জন। আর নতুন আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫২২ জন। বৃটিশ স্বাস্থ্যকর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

রোববার প্রকাশিত সরকারি হিসাব অনুসারে, স্থানীয় সময় শনিবার বিকেল ৫টা পর্যন্ত ভাইরাসটিতে সনাক্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ২২৮ জন। আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২৭ হাজার ৭৩৭ জন।

খবরে বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় আগামী জুন পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক নেইল ফারগুসন।

তিনি বলেন, আমাদের এই পদক্ষেপগুলো (লকডাউন) জারি রাখতে হবে। আমার দৃষ্টিতে, বেশ লম্বা সময়ের জন্য সম্ভবত, মে মাসের শেষ পর্যন্ত বা জুনের শুরু পর্যন্ত।

ফারগুসন আরো বলেন, লকডাউন তুলে নেয়া হলেও জনগণকে শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হতে পারে আরো কয়েকমাস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024