শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের করোনা ভাইরাসের রোগীদের চিকিৎ্সার জন্য সরকারের প্রথম জরুরী হাসপাতাল গুলোর মধ্যে পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারে নির্মিত এনএইচএস নাইটেঙ্গেল হাসপাতাল আজ শুক্রবার সকালে চালু করা হয়েছে।
যুক্তরাজ্যর রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লস এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ হাসপাতালটির উদ্ভোধন ঘোষণা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যর স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক।
কার্ডিফ, গ্লাসগো, ম্যানচেস্টার, হ্যারোগেট এবং ব্রিস্টল সহ ইউকে জুড়ে অনুরূপ হাসপাতালগুলি পরিকল্পনা করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবল আরো ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে ব্রিটেনকে। ব্রিটেনে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৬৮৪ জন মৃত্যু বরণ করেছেন।
এটি ব্রিটেনে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এ নিয়ে করোনা ভাইরাসে বৃহস্পতিবার ব্রিটেনে মৃত্যুর সংখ্যা সংখ্যা দাঁড়িয়েছে ৩৬০৫ জনে। গতকাল বৃহস্পতিবার মৃত্যু বরণ করেছেন ৫৬৮ জন। নতুন মৃতের পরিসংখ্যানের হিসেব দেয়া হয়েছে গত কাল ২ এপ্রিল বৃহস্পতিবার ৫বিকাল পর্যন্ত প্রাপ্ত হিসেব থেকে। আর আক্রান্তদের হিসেব দেয়া হয়েছে আজ শুক্রবার সকাল ৯ পর্যন্ত প্রাপ্ত সূত্র থেকে। স্কটল্যান্ডে আজ মৃত্যু বরণ করেছেন ৪৬জন। ওয়েলসে ২৪জন।
ব্রিটেনের স্বাস্থ বিভাগ জানিয়েছেন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৪৫০ জন। মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৮১৬৮ জনে। শতকরা হিসেবে রোগীর সংখ্যা বেড়েছে ১৩.১%।