বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩১

লন্ডনে করোনায় মৃতদের দাফনে জটিলতা

লন্ডনে করোনায় মৃতদের দাফনে জটিলতা

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া বিভিন্ন পরিসংখ্যান মতে, বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জন। করোনায় মৃতদের শুধু গার্ডেন অব পিস কবরস্থানে দাফনের অনুমতি পাওয়া যাচ্ছে। অন্য কবরস্থানে করোনায় মৃতদের দাফনের অনুমতি দিচ্ছে না।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৩৮৮ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪৩ জনের।

এদিকে, যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার মারা যাওয়া এই ব্যাক্তির নাম এনামুল ওয়াহিদ (৩২)। ইউকে বাংলা প্রেসক্লাব সভাপতি কে এম আবু তাহের চৌধুরী এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার কে এম আবু তাহের চৌধুরী জানান, বাংলাদেশে এনামুল ওয়াহিদের বাড়ি নবীগঞ্জের মোস্তফাপুর। তিনি লন্ডনের চেডওয়েলহিথের বাসিন্দা। এর আগে গত সপ্তাহে এনামুলের বড় ভাইও করোনায় মারা গেছেন।

জনাব চৌধুরী জানান, করোনায় আক্রান্তরা অনেকেই বাসায় মারা যা‌চ্ছেন। খবর পেলাম  চেডওয়েলহিথে ৩২ বছর বয়সী একজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে বাসায় ইন্তেকাল করেছেন। লাশ দাফন করার জন্য গার্ডেন অব পিসের কাউকে পাওয়া যাচ্ছে না। আমার সহযোগিতা তারা চাইছেন। আমি দুটো দাফন সেবা প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলাম।

আবু তাহের চৌধুরী আরও জানান, দুটি প্রতিষ্ঠান জানায় করোনা ভাইরাসে মৃতদের তারা দাফন করেন না। তবে গার্ডেন অব পিস দাফন করে। তারা খুব ব্যস্ত। আজ অনেক লাশ দাফ‌নের দা‌য়িত্ব তাদের হা‌তে। বার বার ফোন করতে হবে গার্ডেন অব পিসে।

উল্লেখ্য, পূর্ব লন্ডনের কোনও পরিবারের কেউ মারা গেলে দাফনের জন্য গার্ডেন অব পিসে যোগাযোগের ফোন নম্বর হচ্ছে- ০২০৮৫০২৬০০০, মোবাইল -০৭৭২৯৭০৭০১৩, ইমেইল -info@gardens-of-peace.org.uk




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024