শীর্ষবিন্দু নিউজ, ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে কর্মহীন মানুষকে সহায়তা দিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ ওএমএস (খোলা বাজারে বিক্রি) কর্মসূচি স্থগিত করেছে সরকার। আজ খাদ্য মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) উদ্দেশে পাঠানো এক চিঠিতে খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম এই নির্দেশ দেন। দেশের বিভিন্ন স্থানে ওএসএমসহ খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, চুরি ও আটকের পর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত আসলো।
দেশের বিভিন্ন জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির চাল আত্মসাৎকারী ডিলারদের জামানত বাজেয়াপ্ত এবং ডিলারশিপ বাতিল করার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
যদিও খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম শীর্ষবিন্দুকে জানিয়েছেন, এ চাল বিক্রিতে ভিড় হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিশেষ ওএমএস কর্মসূচি স্থগিত থাকবে।