শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বাংলাদেশে করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে দেশী-বিদেশী এয়ারলাইন্স তাদের ফ্লাইট বন্ধ করে দেয়। এতে আটকা পড়েছেন প্রায় ৫ হাজার ব্রিটিশ বাংলাদেশী যাত্রী।
এখন দেশটির আইনপ্রণেতারা ব্রিটিশ নাগরিক ও আবাসিকতার অনুমোদন পাওয়া বাসিন্দাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। ৩০ জনেরও বেশি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ব্রিটিশ সরকারকে চিঠি দিয়েছেন। আলাদা করে এই বিষয়ে ব্রিটেনের ফরেন ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী ডোমিনিক রাবের কাছে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি এমপি রোশনারা আলী।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের সাথে যোগাযোগ করা হলে কতৃপক্ষ জানান, তারা চাটার্ড ফ্লাইট চালুর চেষ্টা করছেন। বাংলাদেশ সরকারের কাছ থেকে সাড়া পেলে যত তাড়াতাড়ি সম্ভব লন্ডনে যাত্রীদের পৌছাবার চেষ্টা করবেন। আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এটা সম্ভব হবে।
যুক্তরাজ্যে স্বজনদের রেখে বাংলাদেশে উদ্বিগ্ন অবস্থায় দিন কাটছে আটকে পড়া এসব ব্রিটিশ-বাংলাদেশির। এছাড়া ফিরতে না পারায় করোনা পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ঘোষিত আর্থিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।
বাংলাদেশে আটকে পড়া এসব ব্রিটিশ বাংলাদেশি যুক্তরাজ্যের যে সংসদীয় আসনে বসবাস করেন সেই আসনের এমপির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে ফিরিয়ে নিতে সার্বিক পরিস্থিতি সমন্বয় করছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, চাটার্ড ফ্লাইট চালুর চেষ্টা চলছে। সে কারনেই রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এদিকে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে আটকা পড়া নাগরিকদের অনলাইনে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। ব্রিটেনে ফিরতে ইচ্ছুক যারা এখনও রেজিষ্টেশন করেননি তারা নিচের লিংকের মাধ্যমে এ রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
https://www.gov.uk/foreign-travel-advice/bangladesh/return-to-the-uk
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনে দায়িত্বরত কর্মকর্তা জানান, বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে তারা সার্বক্ষণিক বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। দেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিক যাত্রীদের মধ্যে কেউ চাইলে হাইকমিশনের +880 2 55668700 নাম্বারে না পেলে www.gov.uk/contact-consulate-dhaka এই ইমেইলে যোগাযোগের পরামর্শ দেন ওই কর্মকর্তা।
উল্লেখ্য, করোনা মহামারিতে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় গত এক মাস ধরে বাংলাদেশে আটকা পড়েছেন ৫ হাজারের বেশি ব্রিটিশ বাংলাদেশি। ইত্তেহাদ, এমিরাত, টার্কিশ এয়ারলাইন্সের পর সর্বশেষ গত ২৯ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও ব্রিটেনের পথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।