শীর্ষবিন্দু নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ আগামী এক সপ্তাহের মধ্যে দিল্লি যাচ্ছেন। সঙ্গে ভাই জিএম কাদের-ও। জাতীয় পার্টির একটি ঘনিষ্ঠ সূত্র তার সফরের বিষয়টি নিশ্চিত করেছে। হাসিনা-এরশাদ বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা দিল্লি সফরে গেছেন।
এরপর এরশাদ যাচ্ছেন সেখানে। এমন অবস্থায় প্রতিবেশী দেশ সফর করার বিষয়টি নিয়ে জাতীয় পার্টিতেও নানা আলোচনা রয়েছে। এর আগে ২০১২ সালে এরশাদ ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি সফর করেন। ওই সফরটি ছিল নানা কারণে আলোচনায়। বেগম জিয়ার সফরের আগে সেবার তিনি দিল্লি গিয়েছিলেন।
দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে এরশাদের এ সফরকে তাৎপর্যপূর্ণ ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে এরশাদের জাতীয় পার্টি দ্বিধা-দ্বন্দ্বে রয়েছে। এ নিয়ে দলে বিভাজন ও অস্থিরতা বিরাজ করছে। মহাজোটে থাকা না থাকা নিয়ে এরশাদের সিদ্ধান্তহীনতায় দলের নেতাকর্মীরাও চরম অসন্তুষ্ট।