শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৯

শামিমা বেগম যুক্তরাজ্যে ফেরার বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

শামিমা বেগম যুক্তরাজ্যে ফেরার বিষয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

/ ২২৯
প্রকাশ কাল: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ২০১৫ সালে কিশোরী অবস্থায় জঙ্গী সঙ্গঠন আইএস-এ যোগ দিতে লন্ডন ছাড়েন আলোচিত এই তরুণী। বর্তমানে তিনি সিরিয়ার একটি শরণার্থী শিবিরে বসবাস করছেন তিনি। যুক্তরাজ্য তার নাগরিকত্ব বাতিল করায় তিনি রাষ্ট্রহীন জীবন যাপন করছেন। ডেইলি মেইল, দ্য গার্ডিয়ান, দ্য সান।

জাতীয় নিরাপত্তার কথা বলে লন্ডন শামিমার নাগরিকত্ব বাতিল করে দেয়। সিরিয়ায় গিয়ে এক আইএস জঙ্গীকে বিয়ে করেন শামিমা। তিনি ৩ সন্তানের জন্ম দিয়েছেন। ৩ সন্তানই সেখানে মারা গেছে। ২১ বছরের শামিমা নিজ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি মনে করেন, জন্মভূমিতে ফেরার অধিকার তার আছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী কেউ রাষ্ট্রহীন থাকতে পারেন না। যুক্তরাজ্য শামিমার পিতা মাতার দেশ বাংলাদেশে তাকে ফেরার পরামর্শ দিয়েছিলো। কিন্তু বাংলাদেশ স্পষ্ট করে জানিয়ে দেয়, শামিমা কখনই বাংলাদেশের নাগরিক ছিলেন না। সুতরাং তাকে ফেরত নেওয়ার প্রশ্নই আসেনা। শামিমা নিজেও বলেছেন, তিনি বাংলাদেশের নাগরিক নন, তিনি ব্রিটিশ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2024