রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭

ভ্যাকসিন পাসপোর্ট চালু করেছে চীন

ভ্যাকসিন পাসপোর্ট চালু করেছে চীন

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: অভ্যন্তরীণ ভ্রমণকারীদের জন্যে স্বাস্থ্য সার্টিফিকেট কর্মসূচি চালু করেছে চীন। বিশ্বে চীনই প্রথম এ উদ্যোগ নিয়েছে। বিশ্বে প্রথম ‘ভ্যাকসিন সার্টিফিকেট’ হিসেবে পরিচিতি পাচ্ছে চীনের কাগুজে এ সার্টিফিকেট। ডিজিটাল এ সার্টিফিকেটে ব্যবহারকারীর টিকা ও ভাইরাস পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য উল্লেখ থাকবে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাটের মাধ্যমে এ সার্টিফিকেট পাবে চীনা নাগরিকরা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা এবং আন্তঃসীমান্ত ভ্রমণ সহজ করার লক্ষ্যে এ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে সোমবার বলা হয়েছে, তারা তাদের কর্মসূচিতে কিউআর কোড অন্তর্ভূক্ত রেখেছে। যাতে অন্যান্য দেশ ভ্রমণকারীর স্বাস্থ্যগত তথ্য পেতে পারে।

উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও এ ধরনের স্বাস্থ্য সার্টিফিকেট দেয়ার বিষয়টি বিবেচনা করছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও ভ্যাকসিন বিষয়ক ‘গ্রিন পাস’ দেয়া নিয়ে কাজ করছে। এই পাস নিয়ে নাগরিকরা সদস্য দেশগুলো ছাড়াও বিদেশে ভ্রমণে যেতে পারবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024