শীর্ষবিন্দু নিউজ: বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে এবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়ের এ সফরের বিস্তারিত তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর ছেলে জয় এর আগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তরুণদের সঙ্গে মত বিনিময় করেন। সংবাদ সম্মেলনে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ জানান, শুক্রবার দুপুর পৌনে ৩টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রথমে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করবেন সজীব ওয়াজেদ। এরপর হযরত শাহপরানের মাজার জিয়ারতে যাবেন তিনি। বিকেল ৪টায় রোজভিউ হোটেলে সিলেটের বিশ্ববিদ্যালয়, কলেজ শিক্ষক ও তরুণদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি। রাত ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন সজীব ওয়াজেদ। সিলেট সার্কিট হাউজে রাত যাপন শেষে শনিবার সকালে তার সিলেট ত্যাগ করার কথা রয়েছে।