শীর্ষবিন্দু নিউজ: আগামীকাল রোববার থেকে দলীয় মনোনয়ন পত্র বিক্রি শুরু করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী মনোনয়ন প্রার্থীগণ আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে ২৫ (পচিশ) হাজার টাকার বিনিময়ে মনোনয়নের আবেদনপত্র (ফরম) সংগ্রহ ও জমা দিতে পারবেন।