বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৪২

ব্রিটেনে শিশুদের জন্যে মডার্না টিকার অনুমোদন

ব্রিটেনে শিশুদের জন্যে মডার্না টিকার অনুমোদন

শীর্ষবিন্দু নিউজ, লন্ডন / ৩৪০
প্রকাশ কাল: বুধবার, ১৮ আগস্ট, ২০২১

ব্রিটেনে ফাইজারের পর মডার্না ব্রিটেনে শিশুদের জন্যে দ্বিতীয় টিকা হিসেবে অনুমোদন পেল। শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে ১৬ বছরের নিচে বয়সের বা প্রতিরোধ ক্ষমতা কম যাদের এমন শিশুদের অগ্রাধিকার দেওয়া হবে। খবর ডেইলি মেইলের।

দেশটির ১২ থেকে ১৭ বছরের শিশুদের জন্যে মডার্না টিকা দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে ওষুধ এবং স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটি বলছে এ টিকা দিতে অভিভাবকদের কাছ থেকে কোনো অনুমতি প্রয়োজন হবে না। টিকাটি নিরাপদ ও কার্যকর।

ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের প্রধান পরামর্শ দিয়ে বলেছেন তার দেশের উচিত ১২ বছরের বেশি বয়স যাদের এমন শিশুদের টিকা দেওয়ার মার্কিন নীতি অনুসরণ করা। যুক্তরাষ্ট্রে ১৮ বছরের কম বয়স্ক এক কোটি শিশুকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে। তবে মডার্ন ও ফাইজারের টিকা দেওয়ার পর ২০ হাজার জনের মধ্যে একজনের হ্রদযন্ত্রে সমস্যা হতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা একে নগন্য বলে অভিহিত করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2024