যুক্তরাজ্যে স্বদেশী সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়েজ মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
স্কটল্যান্ডে নিহত রেস্টুরেন্ট কর্মীর নাম সেলিম উদ্দিন (৪৩)। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। শনিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে স্কটল্যান্ডের একটি হাসপাতালে মারা যান তিনি।
সেলিমের আত্মীয় ওবায়দুর রহমান বলেন, স্কটল্যান্ডের একটি রেষ্টুরেন্টে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে কাজ করার সময় কথাকাটি হয় তাদের। একপর্যায়ে সহকর্মী ফয়েজের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সেলিম।
পুলিশ জানায়, বিকাল ৪টা ৩৫ মিনিটের দিকে ছুরিকাঘাতের খবর পেয়ে আহত অবস্থায় সেলিমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারী ফয়েজ মিয়াকে পুলিশ ছুরিসহ আটক করে পুলিশ।
উল্লেখ্য, নিহত সেলিমের বাড়ি বিয়ানীবাজারের ফতেহপুর গ্রামে। মরহুম সাদই মিয়ার ছেলে সেলিম দীর্ঘ ২০ বছর যুক্তরাজ্যে বসবাসের পর কিছুদিন আগে স্থায়ী বসবাসের অনুমতি পান। তিনি স্কটল্যান্ডের ইনভারকেটিং হাই স্ট্রীটের বাংলাদেশি মালিকানাধীন এক রেস্টুরেন্টে কাজ করতেন।
Leave a Reply