শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মিসরে তিন মাসের জরুরি অবস্থা শেষ হয়েছে মঙ্গলবার। দেশটির মন্ত্রীসভার মূথপাত্র এই কথা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৪ আগষ্ট মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বতী সরকারের দেশটিতে জরুরি অবস্থা জারি করে। দেশটিতে মুরসির সমর্থকদের হটাতে বিশেষ অভিযান চারানোর পর এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। প্রথমে এক মাসের জণ্য হলেও পরে আরো দুইমাস এর মেয়াদ বৃদ্ধি করা হয়। জরুরি অবস্থা প্রত্যাহার মানে হচ্ছে দেশটির সবখানে কারফিউও প্রত্যাহার হচ্ছে। তবে এটি কতদিন বলবৎ থাকবে সে বিষয়ে কিছু বলা হয়নি।