মুসলিম সম্প্রদায়ের মানুষ অত্যন্ত আনন্দঘন পরিবেশে লন্ডনসহ ব্রিটেনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।
লন্ডনে কয়েকটি স্থানে খোলা মাঠে ঈদসহ প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় একাধিক ঈদ জামাত। প্রতিটি জামাতে অংশ নেন বিপুল সংখ্যক মুসল্লি। ঈদ জামাতগুলোতে মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনার পাশাপাশি নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের মাইলএন্ড স্টেডিয়ামে খোলা মাঠে অনুষ্ঠিত হয় বিশাল ঈদ জামাত। এতে এক সাথে অংশ নেন প্রায় ১৫ হাজার নারী-পুরুষ-শিশু- কিশোর। যান্ত্রিক ত্রুটির কারনে মাইক সাময়িক বন্ধ থাকলেও সফলভাবে সম্পন্ন হয় ঈদ জামাত। এতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আব্দুর রহমান মাদানি।
ইউরোপের অন্যতম বড় মসজিদ ইস্ট লন্ডন মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন। ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ব্রিকলেইন জামে মসজিদে।
Leave a Reply