সোমবার, ২৯ মে ২০২৩, ০১:০৮

নাসের রহমানের সাথে কার্ডিফ বিএনপির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাত

নাসের রহমানের সাথে কার্ডিফ বিএনপির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাত

নিউজ ডেস্ক, সিলেট / ২২৫
প্রকাশ কাল: শুক্রবার, ১৩ মে, ২০২২

বিএনপির স্হায়ী কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, বিশ্ব ব্যাংকের সাবেক চেয়ারম্যান বৃহত্তর সিলেট বিভাগ উন্নয়নের রুপকার মরহুম এম সাইফুর রহমানের সুযোগ্য উত্তরসূরী বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি এম.নাসের রহমান এর সাথে ঈদ উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি’র ১২টি ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি কার্ডিফ বিএনপির পক্ষে কার্ডিফ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম শুভেচ্ছা জানাতে এক সৌজন্যে সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপি ও অংগসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন- এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি বদরুল আলম, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এ্যডভোকেট আবেদ রাজা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেকেই।

গত বিশ বছর যাবৎ এম. নাসের রহমান মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী সভাপতি হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখায় কার্ডিফ বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোহাম্মদ রফিকুল ইসলাম, আরিফ, মুশফিক প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2022