মাংকিপক্স রোগ খুব বিরল এবং এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হওয়ার পরিণতি খুব ভয়াবহ বলে মনে হচ্ছে না। এমন মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
সোমবার তিনি এই মন্তব্য করেছেন। দক্ষিণ-পূর্ব লন্ডনে একটি প্রাথমিক বিদ্যালয়ে জনসন সাংবাদিকদের বলেন, রোগটির ওপর নজর রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এটিই করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা।
জনসন জানান, স্বাস্থ্য কর্মকর্তারা ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করছেন কীভাবে এই সংক্রমণ ছড়াচ্ছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত মাংকিপক্সে আক্রান্ত হিসেবে ২১ জনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা সবাই ইংল্যান্ডের। সোমবার সকালে স্টকল্যান্ড প্রথম শনাক্তের ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, আক্রান্তদের কাছাকাছি আসা চিকিৎসকের মতো উচ্চ ঝুঁকির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা মানুষদের ২১ দিন আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কয়েকজনকে স্মলপক্সের টিকা নিতে বলা হয়েছে। মাংকিপক্সের বিরুদ্ধে এই টিকাটি ভালো সুরক্ষা দেয় বলে পরিচিতি পেয়েছে।
Leave a Reply