লন্ডনের আইকনিক ক্যামডেন মার্কেট বিক্রির উদ্যেগ নেয়া হয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংক রথসচাইল্ড অ্যান্ড কো বিক্রয় প্রক্রিয়ার তদারকি করছে বলে জানিয়েছে বিবিসি।
উত্তর লন্ডনে ১,০০০টিরও বেশি স্টল, বার, দোকান এবং ক্যাফেগুলির ১৬ একরের প্যাচওয়ার্ক একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।
কিন্তু এটি দীর্ঘকাল ধরে পাঙ্ক থেকে হিপ্পি পর্যন্ত পাল্টা-সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিল। তাজা পণ্য, ট্রিঙ্কেট এবং শিল্প ও কারুশিল্প বিক্রি করে স্বাধীন খুচরা বিক্রেতাদের প্রসারে এই মার্কেটের অনকে সুনাম রয়েছে।
লন্ডনের ঐতিহাসিক এই ক্যামডেন মার্কেট বিক্রির জন্য বাজারের বিলিয়নেয়ার মালিক আশা করছেন যে একটি চুক্তি তাকে ১.৫ বিলিয়ন পাউন্ডের মতো নেট করবে।
Leave a Reply