(শীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের জন্য)
শিহাবুজ্জামান কামাল
—————————
শীতাকুন্ডে জ্বলছে আগুন
কি করুণ সেই দৃশ্য
বাকহারা আজ গোটা জাতি
দেখছে সারা বিশ্ব ।
আগুনের ঐ বিস্ফোরণে
ঘিরে চারিধার
সকল কিছু জ্বলে পুড়ে
হলো একাকার ।
জীবন রক্ষায় সবাই তারা
আকুতি করে
এত গুলো তাজা প্রাণ
নিমিষে যায় ঝরে।
দ্রুত আগুন ছড়িয়ে গিয়ে
করলো সবি গ্রাস
আটকে পড়া মানুষ গুলোর
জীবন হল নাশ।
স্বজন হারার আর্তনাদে
অশ্রু ঝরে সবার
চলে গেল সবাই তারা
ফিরবেনা যে আর।
এমন পরিনতি হবে
জানতো কেউ কি আর
নিঠুর আগুন কেড়ে নিবে
জীবনটা সবার ।
ভয়াবহ অগ্নিকাণ্ডে
হারায় যারা প্রান
ক্ষমা কর তাদের তুমি
প্রভু রহমান।
Leave a Reply