মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৬:২৮

বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড

বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ড

শীর্ষবিন্দু নিউজ, ঢাকা / ১৫২
প্রকাশ কাল: সোমবার, ২০ জুন, ২০২২

বাংলাদেশ ব্যাংক ভবনের চার তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সন্ধ্যা ৬টা ২৫মিনিটে অগ্নিকাণ্ড ঘটে।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ৩০ তলা ভবনের তলায় চিকিৎসা কেন্দ্রের কেন্দ্রীয় স্টোররুমে আগুন লেগেছিলো। এটি তলার উত্তরপূর্ব পাশে অবস্থিত। স্টোররুমের আয়তন আনুমানিক ১২০০ বর্গফুট। সেখানে প্যাকেটজাত ওষুধ ছিল। এছাড়া চারটি ফ্রিজ ছিলো। সেগুলোতেও ওষুধ ছিলো

তিনি বলেন, আগুন দেখে মতিঝিল টহল ইউনিট তাৎক্ষনিক কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট সেখানে যোগ দেয়। তারা সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2024