সৌদি আরবের সাথে মিল রেখে আগামী ৯ জুলাই শনিবার যুক্তরাজ্যে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা। ঈদে যুক্তরাজ্যের সর্ববৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারে ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়। এতে ইমামতি করবেন মসজিদের প্রধান ইমাম শায়খ আব্দুল কাইয়ূম, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। ইমামতি করবেন শায়খ হোসাইন ইব্রাহিম, তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন শায়খ মোসলেহ উদ্দিন ফারাদী, চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে। ইমামতি করবেন শায়খ শাফিউর রহমান ও পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে সকাল ১১টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম শায়খ মুহাম্মদ মাহমুদ। সকাল ৬টায় মসজিদের দরজা খোলা হবে।
ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান আইয়ুব খান কমিউনিটির সর্বস্তরের মানুষকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ঈদ আমাদের জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা যেন আমাদের নামাজ, রোজা ও কুরবানী কবুল করে নেন।
Leave a Reply