লন্ডন আন্ডারগ্রাউন্ড ব্যবহারকারী যাত্রীদের জন্য সুখবর এসেছে। আন্ডারগ্রাউন্ড ও এলিজাবেথ লাইনে চড়া যাত্রীরা এখন থেকে ট্রেনে বসে তাদের মোবাইলে ইন্টারনেট সেবা পাবেন।
দেশটির সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কিছু দিনের মধ্যে এই পরিষেবার আওতাভূক্ত হবেন। তবে সব মোবাইল কোম্পানি কিন্তু এই সুযোগ পাবে না। থ্রি, ইই, ভোডাফোন, ভার্জিন মিডিয়া ও ওটু তাদের গ্রাহকদের আন্ডারগ্রাউন্ডে ইন্টারটেন সেবা দেওয়ার কথা জানিয়েছে। শুধু আন্ডারগ্রাউন্ডে নয় এই সেবা ট্যানেলের মধ্যেও পাওয়া যাবে।
আগামীতে সব আন্ডারগ্রাউন্ড ষ্টেশনে এই ব্যবস্থা থাকবে তবে প্রাথমিকভাবে ব্যাংক, অক্সফোর্ড সার্কাস, টোটেনহ্যাম কোর্ট রোড, ইউস্টন এবং ক্যামডেন টাইন আন্ডারগ্রাউন্ডে এই সেবা চালু করা হবে। তবে এই সেবা চালু করতে আরও কিছুদিন সময় লাগেব বললেও কতোদিন লাগবে তা জানায় নি ট্রান্সপোর্ট ফর লন্ডন।
উল্লেখ্য, লন্ডনে আন্ডারগ্রাউন্ডে যারা চলাফেরা করেন তাদের একটি নির্দিষ্ট সময় আন্ডারগ্রাউন্ডে কাটাতে হয়। কিন্তু আন্ডারগ্রাউন্ডে থাকা অবস্থায় অনেকটাই লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় যাত্রীদের। থাকে না কোন নেটওয়ার্ক। ফোন কল করা কিংবা ইন্টারনেট পরিষেবা না থাকার কারনে অনেকটা বিরক্তি নিয়েই সময় পার করতে হয় যাত্রীদের।
Leave a Reply