পার্লামেন্টের অনেক মন্ত্রী
ছাড়েন কেবিনেট
এমন কান্ডে বরিস জনের
মাথা হলো হেট।
তার বিরুদ্ধে ছিল কত
নানা অভিযোগ
অনিয়ম আর ওয়াদা ভঙ্গে
সবার ছিল ক্ষোভ।
পদটা ছাড়েন প্রধান মন্ত্রী
বরিস জনসন
কে আসবেন তার স্থানে
ভাবনা যে এখন।
যিনিই আসুন ক্ষমতায়
তাঁকে শুভেচ্ছা
দেশ জনতার কল্যানে তাঁর
থাকুক সদিচ্ছা।
Leave a Reply