ব্রিটেনে হু হু করছে বাড়ছে কোভিড সংক্রমণ। এক সপ্তাহ ব্যবধানে কোভিড রোগী বেড়েছে প্রায় ৮ লাখ। যদিও গত বসন্তে যে কোভিড ঢেউ দেখেছিল দেশটি, এখনও পরিস্থিতি তত খারাপ হয়নি।
দেশটিতে কোভিডে মৃতের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। যদিও গত ২৫শে জুনই এই মাইলফলক পার করেছে দেশটি কিন্তু মৃত্যুর তথ্য হালনাগাদে সময় লাগায় আনুষ্ঠানিক ঘোষণা এসেছে গত শুক্রবার।
ব্রিটেনের হাসপাতালগুলো নতুন করে কোভিড রোগীতে ভরে উঠতে শুরু করেছে। তাদের বেশিরভাগই ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত।
গত এপ্রিল মাসের পর এটিই সবথেকে দ্রুত কোভিড বৃদ্ধির রেকর্ড দেশটিতে। মার্চের শেষ সপ্তাহে ৪৯ লাখ মানুষ কোভিড আক্রান্ত ছিলেন ব্রিটেনে।
সেটি হয়েছিল বিএ.২ সাবভ্যারিয়েন্টের কারণে। এখন যে ঢেউ ব্রিটেনে আঘাত হেনেছে সেটি এখনও পিছিয়ে আছে। যদিও পরিস্থিতি দ্রুতই খারাপ হতে পারে এমন আশঙ্কা রয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহের হিসেবে দেশটির ৩৫ লাখ মানুষ কোভিডে আক্রান্ত। এর আগের সপ্তাহে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৭ লাখ। সে হিসেবে এক সপ্তাহে ২৯ শতাংশ বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা।
Leave a Reply