পবিত্র নগরী মক্কায় এক অমুসলিম সাংবাদিকের প্রবেশে সহযোগিতার অভিযোগে এক সৌদি নাগরিককে গ্রেফতার করেছে সৌদি আরবের পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
ইসরায়েলি টেলিভিশনে কর্মরত ওই সাংবাদিকের বিরুদ্ধে অনলাইনে তীব্র সমালোচনার পর এই গ্রেফতারের ঘোষণা দেওয়া হলো। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১৩–এর সাংবাদিক গিল তামারি টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন।
এই ভিডিও ধারণ করতে তিনি মক্কায় অনুপ্রবেশ করেছেন। এখানে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল ও সৌদি আরব সফরের পর এই বিতর্কের জন্ম হলো।
শুক্রবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানায়, মক্কার আঞ্চলিক পুলিশ প্রসিকিউটরদের কাছে এক নাগরিককে সোপর্দ করেছে। অমুসলিম সাংবাদিককে পরিবহন ও প্রবেশে সহযোগিতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এসপিএ অমুসলিম সাংবাদিকের নাম প্রকাশ করেনি। কিন্তু বলেছে তিনি একজন মার্কিন নাগরিক। তার বিরুদ্ধেও আইন অনুসারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রসিকিউটরদের আহ্বান জানিয়েছে পুলিশ।
পর্দার আড়ালে বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি বাড়তে থাকলেও ইসরায়েলকে এখনও স্বীকৃতি দেয়নি সৌদি আরব। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তিতেও স্বাক্ষর করেনি রিয়াদ। এই চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করেছে।
প্রায় দশ মিনিটের ভিডিও ক্লিকে সাংবাদিক তামারি আরাফাত পাহাড় সফর করেছেন। এখানে প্রতি বছর হজের সময় মুসলিমরা সাদা কাপড় পড়ে প্রার্থনার জন্য জমায়েত হন। তিনি যে বেআইনি কাজ করছেন তা সম্পর্কে অবগত ছিলেন।
কিন্তু বলেছেন, মুসলিম ভাই ও বোনের কাছে এত গুরুত্বপূর্ণ স্থানটি মানুষকে দেখাতে চেয়েছেন। তামারির ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্ঠা এবং পরে ক্ষমা প্রার্থনাও সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি নাগরিকদের ক্ষোভ নিরসন করেনি।
Leave a Reply