আনজুমানে আল ইসলাহ ইউকে কার্ডিফ শাখার ২০২২-২৫ সেশনের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ২৫ জুলাই’২২ ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি ক্বারী নুরুল ইসলামের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলীর পরিচালনায় এই সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হান্নান ও জেনারেল সেক্রেটারি আনসার মিয়া।
এতে বক্তব্য রাখেন- কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, জয়েন্ট সেক্রেটারি ওজিহুর রহমান মিজান, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি জিলু মিয়া, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি বেলাল খান, ওয়েলফেয়ার সেক্রেটারি আবু তাহের মিজান সহ প্রমুখ।
নতুন কমিটি নেতৃবৃন্দের শপথ পাঠ করান আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হান্নান। সভায় আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার উদ্যোগে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার বাদ জুম্মা জালালিয়া মসজিদে মিলাদ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
একটি উইকেন্ড মাদ্রাসা প্রতিষ্ঠার বিষয়ে ও আলোচনা হয় এবং বিষয়টি আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনকেও অবহিত করে পরবর্তীতে সিদ্ধান্তের জন্য রাখা হয়। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন ক্বারী নুরুল ইসলাম।
আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার পূর্ণাঙ্গ কমিটি নেতৃবৃন্দরা হলেন- প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট কুতুব উদ্দিন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রফিক মিয়া, জেনারেল সেক্রেটারি ক্বারী মোজাম্মেল আলী, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ওজিহুর রহমান মিজান, ট্রেজারার সৈয়দ শামসুল হক, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি বেলাল খান, অর্গানাইজিঙ সেক্রেটারি এমদাদ আলী মুসলিম, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি জিলু মিয়া, ট্রেনিং এন্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি আলমগীর মিয়া, ওয়েলফেয়ার সেক্রেটারি আবু তাহের মিজান, এক্সিকিউটিভ মেম্বারদের মধ্যে যথাক্রমে; আজাদুর রহমান, হাজী তৈমুছ আলী, হাফিজ ইব্রাহিম আলী মাসুদ, ক্বারী আব্দুল হালিম, ফয়েজ মিয়া ও ফারুক মিয়া।
Leave a Reply