পূর্ব লন্ডনের বিগ ল্যান্ড স্ট্রীটের দারুল উম্মাহ সেন্টারে দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারের কেন্দ্রীয় বার্ষিক সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের আমীর হাফিজ মাওলানা আবু সায়ীদের সভাপতিত্বে এবং সংগঠনের সহকারী সেক্রেটারি নুর বখশের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
রোববার ৩১শে জুলাই সকাল সাড়ে দশটায় সভার প্রথম পর্বের কাজ শুরু হয়। দারসে হাদীস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় আমীর হাফিজ মাওলানা হাফেজ আবূ সায়ীদ। দারসে হাদীসের পর বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আরমান আলী।
আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মোহাম্মদ মারফত আলী। পরে সংগঠনের বিগত সভার কার্যবিবরনী এবং বিভাগীয় অন্যান্য প্রজেক্টের রিপোর্ট পেশ করেন শংশ্লিষ্ট দায়িত্বশীলরা। পরে পঠিত রিপোর্টের উপর প্রশ্নোত্তরের পর জোহরের বিরতি দেয়া হয়।
সদস্য সম্মেলনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আরমান আলী। সভার শুরূতে একটি নাশিদ পরিবেশন করেন সংগঠনের ট্রেজারার মোহাম্মদ মারফত আলী। সংগঠনের অন্যান্য প্রজেক্টর বিগত দিনের কার্যক্রমের আপডেট প্রদান করেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
সংগঠনের আমীর হাফিজ মাওনায় আবূ সায়ীদ এর বিদায়ী বক্তব্য এবং মোহাম্মদ আহমদ উদ্দিনের দোয়ার মাধ্যমে সভার কাজ শেষ হয়। দিনব্যাপী অনুষ্ঠিত সদস্য সম্মেলনে যুক্তরাজ্যের অন্যান্য শহর থেকে সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply